parbattanews

কাপ্তাইয়ে এসএসসি পরীক্ষার্থী ১ হাজার ১৪০ জন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৪টি কেন্দ্রে এবার ১ হাজার ১৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ উপজেলায় ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার সর্বমোট ১ হাজার ১ শত ৪০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।

তিনি জানান, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ শত ১৪ জন, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে ৪ শত ১১ জন এবং বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ শত ৭৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ শত ৪২ জন দাখিল পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

এদিকে প্রথমদিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন।

শান্তিপূর্ণভাবে প্রথম দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Exit mobile version