কাপ্তাইয়ে গাঁজাসহ ১০ মাদক মামলার আসামি ফুলবানু গ্রেপ্তার
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি ফুলবানুকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ডের এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনীর বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি ও আলোচিত মাদক কারবারি ফুলবানুকে (৫০) গ্রেপ্তার করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ (ওসি) জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ১০টি’র অধিক মাদক মামলা রয়েছে। এ মামলায় আসামিকে রোববার সকালে জেলা বিজ্ঞ রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়।