কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক


কাপ্তাই উপজেলা তথ্য আপা প্রকল্পের আয়োজনে গ্রামীণ নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প( ২য় পর্যায়), এর আওতায় বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টায় চন্দ্রঘোনা কেআরসি স্কুল মিলনায়তনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করে তথ্য সেবা কর্মকর্তা নুংমেচিং মারমা।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। তিনি বলেন, সমাজে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। এখন অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে যাচ্ছে।
তাই বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক রোধে নারীদের প্রথমেই পরিবার হতে এগিয়ে আসতে হবে। উঠতী বয়সী সন্তানরা কি করছে এটা মায়েদের খেয়াল রাখতে হবে।
এসময় গ্রামীণ ১শ’নারী অংশগ্রহণ করে।