কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব উদযাপন

রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী চিংম্রং শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪নভেম্বর) ভোর ৫টা হতে বিকাল ৫টা পযন্ত দানোৎসব২৫ চিংম্রং মাঠে অনুষ্ঠিত হয়। চিংম্রং বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাবৃন্দের আয়োজনে দানোত্তম অনুষ্ঠিত হয়।
কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে দূর্গম পার্বত্যঞ্চল হতে হাজার হাজার পুন্যার্থী চিংম্রং বৌদ্ধ বিহারে চীবর নিয়ে আসে। এবং এগুলো দান করে। এবং যাথাযথ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয়। এসময় সকলে বিশ্ব শান্তি কামনায় দোয়া,বুদ্ব বন্দনা,ধর্মীয় পতাকা উত্তোলন,পূজনীয় ভিক্ষুকে পিন্ডদান সংঘসহ নানা বৌদ্ধ ধর্মীয় আয়োজন করা হয়। এ উপলক্ষে চিংম্রং বৌদ্ধ বিহারে মাঠজুরে হরেকরকমের পসড়া নিয়ে বসে ব্যবসায়ীরা।
পরে দুপুর ১টায় আয়োজক কমিটির সদস্য সচিব হলাথোয়াই অং মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে ভদন্ত পামোক্ষা মাহাথের,বাংলাদেশ পার্বত্য জেলা রাজ নিকায় মার্গের মাহাসংঘ নায়ক ও অধ্যক্ষ চিংম্রং বৌদ্ধ বিহার। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক অংসুইপ্রু মারমা। বক্তব্য রাখেন ধর্মদেশক ভদন্ত সুমেধানন্দ মাহাথেরো অধ্যক্ষ ওয়াগ্গা জনকল্যাণ বৌদ বিহার, ধর্মদেশক উঃওয়ানাসারা থের চিংম্রং বৌদ্ধ বিহার। এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাইজামং মারমা,রাজস্থলী ও বিলাইছড়ি সার্কেল নুরুল আমিন,রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও হেডম্যান ক্যজমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল (ওসি),রাঙামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক দিলদার হোসেন, দেবজ্যোতি চাকমা, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ ইয়াছিন মামুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও ২৯৯নং আসনের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান পক্ষ হতে কঠিন চীবর দানোৎসব প্রদান করা হয়। এবং ধর্মীয় নেতাদের নিকট বিএনপির পক্ষ হতে দোয়া চাওয়া হয়।এসময় হাজার,হাজার দায়ক,দায়িকা, ও পূজারিগণ উপস্থিত ছিলেন।

















