কাপ্তাইয়ে চোলাই মদসহ আটক ২

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ২ আসামীকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ আটক করা হয়েছে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এস আই (নিঃ) নাহিদ আহম্মদ সবুজ এবং( নিঃ) অশোক শীল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল চন্দ্রঘোনা থানার ২নং রাইখালী এলাকার অটোরিক্সা সিএনজি মালিক সমবায় সমিতির কার্যলয়ের সামনে থেকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া হতে পাচারের সময় আসামী ওবায়দুল্লাহ প্রকাশ ওবায়দুল হক (৫২) ও আলী প্রকাশ কাঞ্চন্য বিশ্বাস কে গ্রেফতার করা হয়।

ওবায়দুল্লাহ সে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা খন্দকার পাড়া কদমতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হাজী মৃত দিল মোহাস্মদের ছেলে। অপর আসামী কাঞ্চন্য নও মুসলিস কদমতলী ইউনিয়নের মামুন বিশ্বাসের ছেলে ।

ওসি আরো জানান,তাদের কে ১০ লিটার চৌলাইমদ সহ আটক করা হয়। আসামী দ্বয় কে ধারা – ৩৬ (১) সারণির (২৪ খ) মাদক দ্রব্য আইন ২০১৮ রুজু করিয়া রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন