কাপ্তাইয়ে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

fec-image

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্র লেকে অভিযানে গত দুই মাসে ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়।

৩০ জুন সোমবার কাপ্তাই মৎস্য উপ কেন্দ্র চত্বরে নৌ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, বিগত ২ মাস ভাইবোনছড়া, হরিণছড়া মুখ, বিলাইছড়ি উপজেলার হাজরাছড়ি, কেরানছড়ি বহালতলী এবং রাঙামাটি সদর উপজেলার গবাঘোনা, বড়াদম, মাইচ্ছোঘোনা, সিলেটি পাড়া, গোদাপাহাড়, দোখাইয়া পাড়া, জীবতলী কাটাখালসহ বিভিন্ন এলাকায় অভিযান করে কারেন্ট জাল উদ্বার করা হয়।

এছাড়া সুতার জাল এবং মাছ ধরার কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত নৌকা ও সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয় বলে জানান।

উল্লেখ্য ১ মে থেকে ৩১ জুলাই পযন্ত তিন মাস মাছের প্রজননের জন্য লেকে সকল ধরনের মাছ শিকার ও পরিবহণ রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষ হতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন