রাঙামাটির কাপ্তাই ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের এক গুরুত্বপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিএফআইডিসি ক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন কৃষক দলের সভাপতি নুর জামাল। সমাবেশটি সঞ্চালনা করেন কাপ্তাই উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. বাঁচা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, স্বাপন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির ও কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন কাপ্তাই উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ। এ ছাড়া বক্তব্য রাখেন কৃষক দলের সহ-সভাপতি সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক উলাচিং মারমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আগামি নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। কৃষক, শ্রমিক ও সাধারণ জনতার ঘরে ঘরে গিয়ে তাদের সচেতন করতে হবে। দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।