কাপ্তাইয়ে পাহাড় কাটার ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর

রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় কাটার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। কাপ্তাই উপজেলা ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৪নং ওয়াড বটতল পাহাড় কাটাস্থল পরিদর্শন করে রাঙ্গামাটি পরিবেশ অধিদপ্তর টিম।
সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পেয়েছে সংস্থাটি। একই সঙ্গে পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঘটনার তদন্তে গিয়ে পরিবেশ অধিদপ্তর স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পাহাড় কাটার বিষয়ে তদন্ত করেন।
পরিবেশ অধিদপ্তর রাঙামাটি কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পাওয়া গিয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ অতি দ্রুত আইনের আওতায় আনা হবে। গত সপ্তাহে কাপ্তাইয়ে ‘আ.লীগ নেতার সহযোগীতায় পাহাড় কাটছে বিএনপি নেতা’ এমন শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের জেরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় কাটার সংবাদ প্রকাশের পর জড়িত ব্যক্তিরা এলাকা ছেড়ে গা ডাকা দিয়েছে।