কাপ্তাইয়ে পুলিশের অভিযানে পলাতক আসামি গ্রেফতার
গত বুধবার রাতে রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামিকে রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেলের নির্দেশনায় এবং কাপ্তাই থানার ওসি মো. আবুল কালামের নির্দেশে এসআই দীপংকর কুমার শীলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কেপিএম আবাসিক এলাকায় ওইদিন রাত প্রায় ৮টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. রিয়াদ হোসেন হৃদয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামীকে বৃহস্পতিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।