কাপ্তাইয়ে বিএনপি দুই নেতার মৃত্যুতে শোক


কাপ্তাই বিএনপির দুই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাঙামাটি জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ১২ জুন সকাল ৬টায় রাঙামাটি শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী (৫৮) ও বিএনপি সদস্য মো. আজাদ (৫৩) নিজ বাসায় মৃত্যু বরণ করেন।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু দুই নেতা মৃত্যর খবর পেয়ে কাপ্তাই ছুটে এসে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এই সময় রাঙামাটি জেলা বিএনপি সহ-সভাপতি বাবুল আলী, সহ-সভাপতি রহমত উল্লাহ, জেলা বিএনপি যুগ্ন সম্পাদক আলীর বাবর, যুগ্ন সম্পাদক মো. দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ কাপ্তাই উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।