কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন


রাঙামাটি কাপ্তাই ৪নং ইউনিয়ন ৬নংওয়ার্ডের মুরগির টিলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম-এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাসায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে (৭৫ বছর)।
বার্ধক্যজনিত কারণে দিন যাবত অসুস্থ ছিলেন। বিকাল ৫টা ৪০ মিনিটে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম শেষে দাফন করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি তদন্ত অলিউর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। জানাজায় কাপ্তাইয়ের বিভিন্ন মহলের লোকজন উপস্থিত ছিলেন। পরে লগ গেইট কবর স্থানে দাফন করা হয়।
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment