কাপ্তাইয়ে ভারী বর্ষণে বিল্ডিং ধসে নদী গর্ভে

fec-image

গত ৩ দিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই শীলছড়িস্থ চেয়ারম্যান পাড়ায় পাকা বিল্ডিং ধসে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ৫টি পরিবার প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসেছে।

কাপ্তাই ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের শীলছড়ি চেয়ারম্যান পাড়া এলাকার ৫টি পাকা কাঁচা স্থাপনা গত তিন দিনের ভারী বর্ষণে পাশ্ববর্তী কর্ণফুলী নদী গর্ভে চলে যায়।

ক্ষতিগ্রস্ত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সুলতান আহম্মদ (৭০) জানান, আমার ১৯ বছর প্রবাস জীবনের সকল অর্থ দিয়ে দ্বিতল ভবন করেছিলাম। সংসারে আমার কোন ছেলে নেই।আছে শুধু দুটি মেয়ে এবং স্ত্রী। গত তিন দিনের ভারী বর্ষণে আমার প্রাবাস জীবনের আয়করা অর্থ দিয়ে তৈরি শখের বিল্ডিং এবং সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। এখন কোথায় গিয়ে দাঁড়াব এই বৃদ্ধ বয়সে। নেই কোন আয়ের পথ। ঘর ভাড়া দিয়ে কোন রকম চলতাম। আমি রাঙ্গামাটি জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এছাড়া ক্ষতিগ্রস্ত আবুল কাশেম ও ইউপি সদস্য সরোয়ার হোসের একই অবস্থা তাদের সকল সম্পদ ও বাসা, স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকার আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ হতে সার্বিক সহযোগিতা করা একান্ত প্রয়োজন। এরা সব হারিয়ে এখন মানবতার জীবন যাপন করছে।

৯ নম্বর ওয়াগ্গা ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান, গত তিন দিনের ভারী বর্ষণে প্রায় ৫টি পরিবারের সকল স্থাপনা কোটি টাকার সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অন্যান্য পরিবারগুলো হুমকির মুখে আছে। তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসকসসহ স্থানীয় প্রশাসনের তদন্ত পূর্বক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা কামনা করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন