কাপ্তাইয়ে মোটরসাইকেল-চোলাইমদসহ গ্রেপ্তার ৩
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় চোলাইমদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলায় নতুন থানার পার্শ্ববর্তী শিলছড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, পংকজ দত্ত (৪৩), বিমল মজুমদার (৪৩) ও জুয়েল দাশ (৪১)।
এসময় মদ পাচার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. দেলোয়ার, এএসআই রবিউল আলম, আলাউদ্দিন মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comment