কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১


রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন অস্ত্রধারীর সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হাকিম (২৬) নামে এক যুবক ঘটনাস্থলে মারা গেছেন। নিহত যুবক রাইখালী ইউনিয়ন খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। ঘটনা কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে জানা যায়।
রবিবার (১৫ জুন) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে বলে জানান রাইখালী ইউনিয়নের চেয়ারম্যান মংক্য মারমা। তবে কে কারা কেনো এই ঘটনা সংগঠিত করেছে তিনি তা জানেনা বলে মন্তব্য করেন।
স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ১১টার পর ৯/১০ জনের অস্ত্রধারী জেএসএস মূল দলের সমর্থিত একটি গ্রুপ দলবেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় এবং ঘটনা কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। স্থানীয়রা পুলিশকে কোনো তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাইনি। কে বা কারা কেনো এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।