কাপ্তাইয়ে সাড়ে তিনশ অসহায় সেবা প্রত্যাশীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

fec-image

পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গাছড়া জোন ও কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহার রেস্ট হাউজের সামনে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আয়োজনকারীর পক্ষ থেকে বলা হয়, ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় গরীব, দুস্থ প্রায় সাড়ে ৩শত জন পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এসময় এই মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং আগত স্থানীয় গরীব, দুস্থ ও অসহায় পাহাড়ি, বাঙালি, হেডম্যান, কারবারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। পার্বত্যাঞ্চলে পাহাড়ি – বাঙালী মিলেমিশে বসবাস করে আসছেন। আমরা আশা করছি এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

এসময় ৪১ বিজিবির উপ অধিনায়ক মেজর লতিফুল বারী, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিংমং, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন