কাপ্তাইয়ে ২ কেজি গাঁজাসহ পাচারকারী গ্রেপ্তার
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে কাপ্তাই রেশম বাগান চেকপোস্টে অভিযান করে মো.জাকির হোসেনকে (৩৫)গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাসিন্দা।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ (ওসি) জানান, থানার এসআই মো. হারুনুর রশিদ, এএসআই রবিউল আলম, মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেপ্তার করে। এসময় আসামীর সাথে থাকা দুই কেজি গাঁজা জব্দ করা হয়। বুধবার তার বিরুদ্ধে মাদক আইনে কাপ্তাই থানায় নিয়মিত মামলা শেষে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
Facebook Comment