কাপ্তাইয়ে ৫ লাখ টাকার গোলকাঠ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ গোপন সংবাদের গোপন সংবাদের ভিত্তিতে বাঘমারা রেঞ্জ আন্তাপাড়া হতে গোল কাঠ উদ্ধার করেছে।
বুূধবার (২৫ সেপ্টেম্বর) কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বান্দরবন সীমান্ত এলাকা হতে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে বাঘমারা আন্তাপাড়া থেকে অভিযান চালিয়ে ১৬৬ ঘনফুট সেগুন ও গামারসহ প্রায় ৫ লাখ টাকার অবৈধ গোল কাঠ উদ্ধার করা হয়।
এসময় রাইখালী, বাঘমারা, রাজস্থলীর সকল রেঞ্জ অফিসার ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comment