কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাঙামাটি কাপ্তাই বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) দুপুর আড়াই টায় জুমার নামাজ শেষে নতুন বাজার মাঠে রাষ্ট্রীয় সালাম দেয়া হয়।
সালাম দেয় কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্বা শাহাদাৎ হোসেন চৌধুরী, মো.নুরে আলম (ওসি তদন্ত)।
বীর মুক্তিযোদ্বা আবদুল মজিদ মৃত্যুকালে তার বয়স হয়েছে (৭২)।
বীর মুক্তিযোদ্বার বড় ছেলে মনির হোসেন জানান, বাবা ব্রেইনষ্ট্রোক করায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বৃহস্পতিবার বিকাল ৫টা ৪০মিনিটে মারা যায়। কাপ্তাই উপজেলা প্রশাসন ও কাপ্তাই উপজেলা আ’লীগ বীর মুক্তিযোদ্ধার কাফনে ফুলদিয়ে শ্রদ্ধা ১মিনিট নিরাবতা পালন করা হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান।
জানাযায় এলাকার ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৩ টায় লগগেইট এলাকায় দাফন সম্পন্ন করা হয়।