কাপ্তাইয়ের বড়ইছড়িতে পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংসুইপ্রু চৌধুরী


কাপ্তাই বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচচ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টা হতে সাড়ে ১২টা পযন্ত স্কুল মাঠে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস এসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন স্কুল পরিচালোনা কমিটির সভাপতি আমিনুর রশীদ কাদেরী।
এ সময় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও সহকারী প্রধান শিক্ষক হুমায়ন কবীর।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লক্ষ্যে বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন,ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, স্কুল পরিচালনা কমিটির সদস্য ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজটি ভিডিওতে দেখুন: