parbattanews

কাপ্তাইয়ের রাইখালী গভীর জঙ্গলে আঞ্চলিক গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ১

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী গভীর জঙ্গলে গংগ্রিছড়া এলাকায় ২ আঞ্চলিক দলের মধ্যে বন্দুকযুদ্বে ১ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় অজ্ঞাতনামা গুলিবিদ্ধ লাশ চন্দ্রঘোনা থানা রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী (ওসি)।

জানা যায়, বুধবার (২৫ জানুয়ারি) রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গংগ্রিছড়াপাড়া নামক এলাকায় গভীর জঙ্গলে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেএসএস এবং এমএনপির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঐ এলাকা থেকে রাত ১২টার পর তিনটি গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা নিয়ে আসে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান, আঞ্চলিক দু’দলের মধ্যে বন্ধুকযুদ্বের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় লাশ উদ্ধার করি। তাৎক্ষণিক লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা পরিচয়ের চেষ্টা করছি। লাশ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে গংগ্রিছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারি। তবে কোন কোন দলের মধ্যে সংঘর্ষ হয়েছে জানাতে পারেননি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Exit mobile version