parbattanews

কাপ্তাইয়ের রাইখালী দোকানে ফ্রিজে রাখা মেয়াদউত্তীর্ণ খাদ্য ধবংস

কাপ্তাইয়ের রাইখালী ফেরিঘাট এলাকায় দোকানে  মেয়াদউত্তীর্ণ ফ্রিজেরাখা পঁচা বাসী খাদ্য ধ্বংস করেছে  নিরাপদ খাদ্য ইন্সপেক্টর।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা খাদ্য আইনে রাইখালী ফেরিঘাটে ৮/১০টি মুদি দোকান ও হোটেল পরিদর্শন করা হয়েছে। পরির্দশনকালিন হোটেল ও দোকানে  ফ্রিজে রাখা মেয়াদউত্তীর্ণ কোমল পানিও পঁচা বাসী খাবার জব্দ পরে ধবংস করা হয়েছে। এবং হোটেল ও দোকান মালিকদের সতর্কসহ নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান খাদ্য ও স্যানিটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ।

তিনি পার্বত্যনিউজকে জানান, ২০১৩ নিরাপদ খাদ্য আইনে এসকল মেয়াদউত্তীর্ণ পণ্য জব্দ ও ধ্বংস করা হয়েছে। পাশাপাশি দোকান মালিকদের সতর্কসহ আইনি নোটিশ প্রদান করা হয়েছে। এসময় সহায়তা করেন স্বাস্থ্যসহকারী মহসিন।

Exit mobile version