parbattanews

 কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ৫৬টি বসতি পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগুনে ৫৬টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫এপ্রিল) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি বড় পাড়ায় মারমা সম্প্রদায়ের বসতি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি।  তবে সম্প্রদায়ের একটি বসতিতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়লে মারমা সম্প্রদায়ের বেশিরভাগ ঘর পুড়ে যায়। স্থানীয়রা কয়েক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এলাকা দুর্গম হওয়ায় সেখানে ফায়ার সার্ভিস পৌঁছতে পারেনি।

কাপ্তাই উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ারম্যান সারোয়ারুল আলম জানান, আমাদেরকে এ ব্যাপারে কেউ অবগত করেনি।

এ ব্যাপারে কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লোক মুখে শুনেছি ওই এলাকার মারমা সম্প্রদায়ের ৫৬টির মতো কাঁচাবাড়ি পুড়ে গেছে। এলাকা দুর্গম হওয়ায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে।

Exit mobile version