কাপ্তাইয়ে অ্যাওয়ার্ড নিতে দেড়শো কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি নৌ রোভারদের

fec-image

কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ৪ জন নৌ রোভার স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে বঙ্গবন্ধু সাফারি পার্ক পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ করছেন। রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট” অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই কার্যক্রম হাতে নিয়েছেন।

৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, পটিয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা পরিষদ, ও বঙ্গবন্ধু সাফারি পার্ক পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই থেকে এ যাত্রা শুরু করেন তারা। পরিভ্রমণকারী দলের কার্যক্রম উদ্ভোধন করেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সচিব ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই জেলা স্কাউট লিডার ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, এলটি।

পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন: ১.এনামুল হক টিপু (দলনেতা),  ২. মোঃ শাহীন আলম (সদস্য), ৩. মোঃ শাহাজাহান (সদস্য), ৪. জনি চন্দ্র দাশ (সদস্য)।

“জীবন বাঁচাতে,দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে।”-এ স্লোগানে রোভাররা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণসহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করবেন তারা।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। আগামী ১২ই নভেম্বর পরিভ্রমণ শেষ হবে বলে পরিভ্রমণ কারী ও দলনেতা এনামুল হক টিপু জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, প্রেসিডেন্ট'স রোভার স্কাউট, বঙ্গবন্ধু সাফারি পার্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন