ইউনিয়ন পরিষদ নির্বাচন:

কাপ্তাইয়ে আ’লীগ ২, স্বতন্ত্র ১টিতে বিজয়ী

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩টি ইউপি নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেছে।

কাপ্তাই উপজেলার ৪নম্বর কাপ্তাই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী প্রকৌশলী আবদুল লতিফ(তৃতীয়বারের ন্যায়)  ৫৬৪১ ভোট পেয়ে বিজয়ী হয়ে পেয়েছেন। তাঁর একমাত্র নিকটতম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক মহিউদ্দিন পাটোয়ারী বাদল পেয়েছেন ৮১৩ ভোট।

২ নম্বর রাইখালী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা ৬২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক চশমা প্রতীক পেয়েছেন ১৬৮৪ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে থোয়াই সা প্রু চৌধুরী ( রুভেল) পেয়েছেন ১৪১৫ ভোট।

৫ নম্বর ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান ( দ্বিতীয়বার ন্যায়) বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিরনজীত তনচংগ্যা। তাঁর প্রাপ্ত ভোট ৩৮২৬। নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আপাই মারমা পেয়েছেন ১৫৪৭ ভোট। তিন ইউপিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং সকল ভোটার ও প্রার্থীর মাঝে যে শঙ্কা ও ভয়ছিল প্রশাসন সকল ভয়কে জয় করে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচিতরা প্রশাসনকে সাধুবাদ জ্ঞাপন করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন