কাপ্তাইয়ে আশিকা ডেভেলপমেন্ট আয়বর্ধক কার্যক্রমের জন্য ৬লক্ষ টাকার চেক বিতরণ

fec-image

বেসরকারি সংস্থা আশিকা ডেভলেপমেন্ট এসোসিয়েশনস (এনজিও) মানুষের জন্য ফাউন্ডেশন কাপ্তাই ভাইবোন ছড়া, ছোংড়াছড়ি, ব্যাঙ্ছড়ি, চিৎমরম, চাকুয়া, বারুদ গোলা এলাকায় আয়বর্ধক কার্যক্রমের জন্য ৬লক্ষ ৮২হাজার ৫শ’টাকা বিতরণ করে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে সমিতির লোকদের এ চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, আশিকা প্রকল্প সমন্বকারী দয়াল কান্তি চাকমা, প্রকল্প কর্মকর্তা তুখেন চাকমা, জ্ঞান প্রিয় চাকমা ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান উপস্থিত থেকে আয়বর্ধকমূল লোকদের হাতে চেক তুলে দেন।

এ সময় নির্বাহী অফিসার বলেন, এ টাকা দিয়ে হাঁস-মুরগী, গবাধি পশুপালন, বৈজ্ঞানিক পদ্বতিতে সবজি ও কৃষি কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে। অন্য কোন কাজে এ টাকা খরচ করা চলবে না।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আশিকা ডেভলেপমেন্ট এসোসিয়েশনস, এনজিও, নিবার্হী অফিসার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন