parbattanews

কাপ্তাইয়ে আশ্রয় কেন্দ্রে খাদ্য বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় টানা বৃষ্টির কারণে প্রশাসনের দেয়া আশ্রয় কেন্দ্রে ২৭টি পরিবার ঠাঁই পেয়েছে। সোমবার (২০ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে পাহাড়ের পাদদেশ হতে আশ্রয় নেয়া ২৭টি পরিবারের ১৫০ জন সদস্যকে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

খাদ্য  বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দু্ল লতিফসহ ইউপি সদস্যগণ। কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ৪১ বিজিবির পক্ষ হতে ২১ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ১নং চন্দ্রঘোনা ইউপিতে বর্ষণে আংশিক ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য , কাপ্তাইয়ে প্রবলবর্ষণে জরুরি ভিত্তিত্বে ৫টি ইউনিয়নে ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেবলমাত্র কাপ্তাই উচ বিদ্যালয়ে ২৭টি পরিবার পাহাড়ের পাদদেশ ও ঢালু হতে আশ্রয় নিয়েছে।

Exit mobile version