parbattanews

কাপ্তাইয়ে ইভটিজিং করার অপরাধে যুবকের ১ মাসের কারাদন্ড

কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি কলেজের ছাত্রীদের কমনরুমের (বিশ্রাম ঘর) সামনে দাড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও ছাত্রীদের ইভটিজিং করার সত্যতা পেয়ে সরেজমিনে গিয়ে মো. শেখ মোজাম্মেল হোসেন (২৬) নামক এক যুবককে বুধবার (১৮ সেপ্টেম্বর) আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের খবর পাওয়া গিয়েছে।

ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দন্ডবিধি ৫০৯ধারা মোতাবেক ওই যুবককে কারাগারে প্রেরণ করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আহমেদ রাসেল।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল জানান, কর্ণফুলী কলেজের মেয়েদের কমনরুমের সামনে দাঁড়িয়ে চন্দ্রঘোনার কালাবাগানের এসপিবি কলোনী মো. শেখ মুজিবের ছেলে মো. শেখ মোজাম্মেল হোসেন প্রকাশ আমান (২৬)’র বিরুদ্ধে ছাত্রীদের ইউটিজিং করাসহ তাদের পায়ে পাড়া দেওয়ার অভিযোগ মঙ্গলবারও পেয়েছি।

আজ (বুধবার) আবারও সরেজমিনে ঘটনাস্থলে অভিযোগ পেয়ে গেলে একই কর্মকান্ড ঘটনাতে দেখা যায় তাকে। পরে নারীদের উত্তক্ত করাসহ অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করায় তাকে ৫০৯ধারায় ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

Exit mobile version