parbattanews

কাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটির ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার ব্যবস্থাপনায় ২০২০-২০২১ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ড থেকে ১০ জন অসহায়কে যাকাত বিতরণ ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের ইমাম সম্মেলন রোরবার (২০ জুন) বিকাল ৩টায় ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলা মডেল রিসোর্স সেন্টার এ অনুষ্ঠিত হয়। যাকাত বিতরণ ও ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী মুনতাসির জাহান।

বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিন, কাপ্তাই উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম সোলাইমান সহ প্রমুখ।

প্রধান অতিথি মুনতাসির জাহান বলেন, সরকারি যাকাত ফান্ড কোরআন হাদিস অনুসারে গরীব দু:খী অসহায় মানুষের অবস্থার উন্নয়নে চিকিৎসা সেবা কর্মসংস্থান সৃষ্টি ও আপদকালীন সাহায্য প্রদানে ব্যয় হয়ে থাকে। সরকারিভাবে ইহা যথা নিয়মে চলমান থাকবে বলে মত প্রকাশ করেন।

Exit mobile version