parbattanews

কাপ্তাইয়ে উঠান বৈঠকে গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বিধান চন্দ্র কর্মকার বলেন, তৃনমূলের জনগোষ্ঠী যাতে সরকারের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেইজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সকলকে এক সাথে কাজ করতে হবে। সুনাগরিক গঠনে মায়ের ভূমিকা অপরিসীম বলে তিনি মন্তব্য করেন।

গত ১৯ মার্চ রাঙ্গামাটি জেলার কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ওয়াগ্গা মুরালী মডেল পাড়াকেন্দ্রে স্হানীয় মহিলা এবং যুব মহিলাদের নিয়ে উন্মুক্ত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্প কাপ্তাইয়ের সহকারী ব্যবস্হাপক সুতীব্র চাকমা, ইউপি সদস্য অংচাপ্রু মারমা, স্হানীয় কার্বারি চাইসুই মারমা। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য অফিসার মো. হারুন। বৈঠকে স্থানীয় মহিলা, যুব মহিলা, জনপ্রতিনিধি এবং কার্বারিরা উপস্থিত ছিলেন।

Exit mobile version