parbattanews

কাপ্তাইয়ে এএনআর বাগান পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

বাংলাদেশ সরকারের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী রাঙামাটি কাপ্তাইয়ে ‘এএনআর’ বাগান পরিদর্শন করেছেন। শনিবার সকাল ১১টায় ঘাগরা বন স্টেশনে স্টাফ ব্যারাক উদ্বোধন শেষে কাপ্তাই আসেন। পরে প্রধান বন সংরক্ষক দক্ষিণ বন বিভাগের এ্যাসিস্টেট ন্যাচারাল রিজেনারেশন (এএনআর) বাগান পরিদর্শন করেন কাপ্তাই-কর্ণফুলী রেঞ্জ এলাকায়।

ওই দুই রেঞ্জে সাড়ে ছয়শত হেক্টর বাগানে লাগানো প্রায় চার লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা নিজে সরজমিনে ঘুরে দেখেন। এসময় রাঙামাটি বন সংরক্ষক মুহাম্মাদ সুবেদার ইসলামসহ বন বিভাগীয় কর্মকর্তা, বখতিয়ার নুর ছিদ্দিক (এফডিটিসি পরিচালক), মো. রফিকুজ্জামান শাহ্ (ডিএফও), অজিত কুমার রুদ্র (ডিএফও), এএনএম আব্দুল ওয়াদুদ (ডিএফও), জিএম মোহাম্মদ কবির(ডিএফও) আবুল কালাম(ডিএফও) উপস্থিত ছিলেন।

এছাড়াও সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাধ চাকমা, মোস্তাফিজুর রহমান, জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান, আনিসুর রহমানসহ বিভিন্ন রেঞ্জে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনি রবিবার (২৬ সেপ্টেম্বর) রাঙামাটির ফারুয়া ও আলিখিয়ং রেঞ্জের এএনআর বাগান পরির্শন করবেন বলেও বন বিভাগ সূত্রে জানাগেছে।

Exit mobile version