parbattanews

কাপ্তাইয়ে ‘এসো মুক্তিযোদ্ধার কন্ঠে গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা

রাঙামাটি কাপ্তাইয়ে তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তিযোদ্ধার কন্ঠে গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধার কন্ঠে ‘এসো মুক্তিযুদ্বের গল্প শুনি’ বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষক রাজেশ ভট্রাচার্যের সঞ্চালনায় এক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধা চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির সভাপতি আমিনুর রশিদ কাদেরী।

প্রধান আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুুনতাসির জাহান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার মো. হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন।পরে কুইজ প্রতিযোগী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Exit mobile version