parbattanews

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে একজনের মৃত্যু, একজন নিখোঁজ

 

চটগ্রাম থেকে কাপ্তাই বেড়াতে এসে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে গেলে, একজনকে মুমুর্ষ অবস্থায় জাল দিয়ে উদ্ধার করে মিশন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আরও একজন নিখোঁজ রয়েছে। প্রশাসন অন্যজনকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে।

কাপ্তাই শীলছড়ি এলাকার ইউপি সদস্য মাহাবুব আলম জানান, চটগ্রাম থেকে কাপ্তাই শীলছড়ি বাংলাদেশ টিম্বার টিকে গ্রুপের পরিবারের কিছু আত্বীয়-স্বজন ঈদের শেষে উক্ত প্রতিষ্ঠানে বেড়াতে আসে তারা বৃহস্পতিবার (১৩জুন১৯) বেলা ২টার দিকে পার্শ্ববতী কর্ণফুলী নদীতে কয়েকজন গোসল করতে নামে। গোসল করতে নামায় হঠ্যৎ পানিতে ডুবে যায় এবার এসএসসি পাশ করা আনোয়ারুল আরিফিন অনু (১৭) তাকে তাৎক্ষনিক লোকজন মূমুর্ষ অবস্থায় জেলেদের জাল দিয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পানিতে ডুবে নিখোঁজ রয়েছে ব্যবসায়ী আমেদ হাসান (৩০) ।  এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেলসহ প্রশাসনের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

Exit mobile version