কাপ্তাইয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত


রাঙামাটির কাপ্তাইয়ে নির্বাচিত ১৫ টি প্রাতিষ্ঠানিক জলাশয়কে কার্প মিশ্র জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে সদর পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এসময় মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ ও উদ্বোধন করেন, রাঙামাটি জেলা মৎস্য অফিসার অধীর চন্দ্র দাস।
এছাড়া কাপ্তাই উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, রাঙামাটি সদর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শেখ মো.এরশাদ বিন শহীদ, কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
পরে ১৫টি প্রতিষ্ঠানের মৎস্য চাষীদের মাঝে ১৮০ কেজি কার্প জাতীয় পোনা বিতরণ করা হয়।