কাপ্তাইয়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কাপ্তাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৬ নভেম্বর) কাপ্তাই কৃষি বিভাগ ১৩০জন কৃষকের মাঝে ভুট্টা ও সরিষার বীজ বিতরণ করেছে। ১০০জন কৃষককে ২ কেজি করে ভুট্টা বীজ ও ৩০জন কৃষককে ১কেজি করে সরিষার বীজ বিতরণ করা হয়েছে।
এসময় সভাপতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামসুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা পরিষদের কৃষি বিষয়ক কমিটির আহ্বায়ক অংসুইছাইন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) রাঙামাটি উপ-পরিচালক তপন কুমার পাল, অতিরিক্ত উপ-পরিচালক আপ্রু মারমা, কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দেসহ প্রমুখ।
Facebook Comment