parbattanews

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ে ফসল উৎপাদনের লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ নভেম্বর), কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলার পাঁচটি ইউনিয়নে ব্রি ধান ২৮,৫৮,৭৪ ভুট্রা জাত এফ-১ সিঙ্গেল এবং বারি বিটি বেগুল-৪জাত এবং এর সাথে সার ও বীজ বিতরণ করা হয়।

প্রতি কৃষকদের মধ্যে কেজি ডিএপি সার ১০কেজি, এমওপি সার ২কেজি, হাইব্রিড ভুট্রার বীজ এবং ২০ গ্রাম বিটি বেগুন বিতরণ করা হয়।

সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশরাফ আহমেদ রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সামসুল আলম চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মংসুপ্রু মারমা, উপ-সহকারী অনিমেষ প্রকাশ বুড়ুয়া, মো. ইকবাল হোসেন, স্বপ্লা দাশ, বাপ্পা মল্লিক প্রমুখ।

Exit mobile version