কাপ্তাইয়ে কৃষকের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

fec-image

রাঙামাটির কাপ্তাইয়ে ১শত ৮০ জন কৃষকদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। মঙ্গলবার (২০ জুলাই) বেলা ২টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌঃ আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, সদস্য হ্রদয় তনচংগ্যা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক এ আর লিমন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুমন সহ কৃষকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেক কৃষককে আমের ৪টি, লিচু, ৩টি, জাম ৪টি, মেহগনি ৪টি এবং ৫টি আমলকি সহ সর্বমোট ২০টি করে চারা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন