কাপ্তাইয়ে খাদ্যের মান যাচাইয়ে কোকোলা নুডলস ও টাইগার ড্রিংক জব্দ
রাঙ্গামাটি কাপ্তাই বড়ইছড়ি বাজারে নিরাপদ খাদ্য ও স্যানেটারি ইন্সপেক্টর বাজার পরিদর্শন করেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বড়ইছড়ি বাজারের কয়কটি দোকানের মালামাল মান যাচাই, মেয়াদোত্তীর্ণ পরিদর্শন করা হয়।
কাপ্তাই উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক মো.ইলিয়াছ জানান, বিভিন্ন দোকানে যাচাই-বাচাই করা হয়। বড়ইছড়ি বাজারে তুষার স্টোরের কিছু মালপত্র সন্দেহ হলে কোকোলা নুডলস, টাইগার ড্রিংক মান যাচাইয়ের জন্য জব্দ করা হয়।
তিনি জানান, জব্দকৃত মামামালগুলো ঢাকা আই পি এইচ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Facebook Comment