parbattanews

কাপ্তাইয়ে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীণ ভিডিপির মৌলিক প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

45

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে  গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপির দশদিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্স ও সনদ বিতরণ (বৃহস্পতিবার) কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু কাউছার এর সভাপতিত্বে কাপ্তাই বিএফআইডিসি ক্লাবে অনুষ্ঠিত হয়।

দশদিন ব্যাপী গ্রাম ভিত্তিক হাঁস, পশুপালন, গর্ভবতী মহিলাদের করনিও, আইনশৃঙ্খলা, কৃষি, সমাজের বিভিন্ন উন্নয়ন বিষয়ে এলাকার বেকার শিক্ষিত ৩২ জন যুবক ও ৩২ জন যুবতী প্রশিক্ষণে অংশ গ্রহণ করে। প্রশিক্ষণ শেষে সনদ ও সম্মানি ভাতা বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কমান্ডার আবুল কাশেম, উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, সাংবাদিক কবির হোসেন, কাজী মোশাররফ হোসেন, প্রশিক্ষাণার্থী আয়শা ছিদ্দিকি, জেলা মনিটরিং সোহারাব হোসেন, আনসার পিসি আজিম চৌধুরী, টিআই রানা ভট্রাচার্য, শুক্কু বড়ুয়া প্রমূখ।

Exit mobile version