parbattanews

কাপ্তাইয়ে চোরাই কাঠসহ আটক ৩

কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জ এলাকা হতে কাঠ পাচারকালে অটোরিক্সাসহ তিন পাচারকারীকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের সংরক্ষিত ১৯২৬ সনের বাগান হতে কাঠ কর্তন ও পাচারকালীন কাঠ ও অটোরিক্সাসহ তিনজনকে আটক করা হয়েছে।

কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সদর বিট অফিসার আবু সাইদুল ইসলাম ও স্টাফগণ অভিযান চালিয়ে সংরক্ষিত বনের ৩ পিস সেগুন ও গোলকাঠসহ সিএনজি চালককে আটক করা হয়।

আটককৃতরা হলেন, তাজুল ইসলাম (৩০), মো. ইব্রাহিম (২০) ও মো. শাহাদাত হোসেন (৩০)। আটকরা সকলে কাপ্তাই প্রজেক্ট এলাকায় বাংলা কলোনিতে বসবাস করে।

বিকাল ৪টায় বন মামলা দায়ের করে আসামির রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

Exit mobile version