কাপ্তাইয়ে চোলাই মদ ও গাঁজাসহ একব্যক্তি আটক


কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজাসহ একব্যক্তিকে আটক করেছে। মঙ্গলবার রাতে কাপ্তাই থানা পুলিশ বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া ব্রীজ সংলগ্ন এলাকা হতে এনামুল হক ফয়জুল ইসলামকে(৪০)মাদকসহ আটক করে।
কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আহমেদ পাটওয়ারীর এএসআই মো. ইখতিয়ার হোসেন, ও সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ১১টায় বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া সংলগ্ন ব্রীজ অভিযান চালায়। এবং কেপিএমের পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১২ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।
বুধবার আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে চালান করা হয়।
ঘটনাপ্রবাহ: আটক, কাপ্তাইয়ে, গাঁজাসহ
Facebook Comment