কাপ্তাইয়ে চোলাই মদ জব্দ, আটক ১
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ছোটন দে (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১৯লিটার চোলাই মদ জব্দ করা হয়। বুধবার (১৩অক্টোবর) বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের নারানগিরি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাইখালী ইউনিয়নের নারানগিরি সড়কে পুুলিশ তল্লাশী চালানোর সময় ছোটন দে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত অটোরিকশাটি তল্লাশী চালিয়ে ১৯লিটার দেশি চোলাই মদ জব্দ করা হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
ঘটনাপ্রবাহ: আটক ১, কাপ্তাইয়ে, চোলাই মদ
Facebook Comment