কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন আয়োজনে অনুষ্ঠিত হয়।কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্তর সঞ্চালনায় কিন্নরী কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসাইন, কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন প্রমুখ।