parbattanews

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ

‌‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সম্মেলন কক্ষ কিন্নরীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ৩০ জন প্রশিক্ষণার্থী যুবকদের মাঝে ১ লাখ ৮০ হাজার টাকার ঋণের চেক ও সদনপত্র বিতরণ করা হয়।

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসের সঞ্চালনায় সভাপতিত্ব করে নির্বাহী অফিসার মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম জসিম উদ্দিন।

এসময় আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিক, ইউপি সদস্য জুয়েল চাকমা।

প্রশিক্ষিত যুব যুবকদের পক্ষে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সদস্য উজ্জ্বল ভট্টাচার্য ও প্রশিক্ষিত যুবতী নুর নাহার আক্তার।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং প্রশিক্ষিত যুব যুবতীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version