কাপ্তাইয়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিতে মাইকিং
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঢাকাইয়া কলোনির পাহাড়ের পাদদেশে ঝুুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসার জন্য মাইকিং করা হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন এলাকা পরিদর্শন করে। একইসাথে ঝুুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আসার জন্য আহ্বান জানানো হয়।
এলাকায় মাইকিং করে টানা ভারী বর্ষণে পাহাড় ধসে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সকলকে সচেতন থাকতে বলা হয়। কাপ্তাই নতুন বাজার সংলগ্ন লগগেইট এলাকায় অতিবর্ষণে ধসে পড়া একটি বাড়ি পরিদর্শন করে ইউএনও।
পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মাইকিংয়ের মাধ্যমে পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান কাপ্তাই উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন।