কাপ্তাইয়ে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪


রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্রগ্রাম প্রধান সড়কে মাছ বোঝাই ট্রাক-তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় শিলছড়ি শীতারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় তেলবাহী ট্রাকের চালক রনি সেন (৩৪) চট্রগ্রাম রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকার আদিনা সেনের ছেলে এবং মৎসবাহী ট্রাক চালক মো. আকতার হোসেন (৩৫) রাঙামাটির কাপ্তাই নতুুনবাজার স্বর্ণটিলা এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
গুরুতর আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নেয়া হয়েছে।
কাপ্তাই থানার জসিম উদ্দিন (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুখোমুখি সংঘর্ষে চালক এবং হেলপার গুরুতরভাবে আহত হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি কাপ্তাই থানায় আনা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।