কাপ্তাইয়ে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক লিফলেট বিতরণ

fec-image

রাঙ্গামাটি জেলার কাপ্তাই ট্রাফিক বিভাগের উদ্যোগে বুধবার (৬ নভেম্বর) কাপ্তাইয়ের বড়ইছড়ি, নতুনবাজার, কেপিএম গেইট, রেশম বাগান সড়কে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এ সময় কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার্স আশরাফ উদ্দিন, কাপ্তাই ট্রাফিক ইন্সপেক্টর ( টি আই) তারক চন্দ্র পালসহ ট্রাফিক বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য আহবান জানানো হয় এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র ঠিক রেখে সড়কে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, চলতি মাসের ১ নভেম্বর হতে নতুন সড়ক আইন বাস্তবায়ন এর লক্ষ্যে দেশব্যাপী চালক, মালিক এবং পথচারীদের সচেতন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ট্রাফিক বিভাগে, সড়ক পরিবহন আইন ২০১৮
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন