parbattanews

কাপ্তাই ঢংনালা বিজিবি ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের মামলায় আটক ১

আটক9_113690_121433
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাইয়ের ১৯ বিজিবি ঢংনালা ক্যাম্পে সম্প্রতি হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির মামলার আসামী হাজী মোহাম্মদ হাশেম এর পুত্র মো. রাশেদকে চন্দঘোনা থানা পুলিশ রাইখালী হতে বৃহস্পতিবার আটক করেছে।

উল্লেখ্য ২৬ মে রাতে ঢংনালা ক্যাম্পের বিজিবি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টহল অভিযানে সময় একটি চাঁদের গাড়ি বড়খোলা পাড়া হতে-রাইখালী ফেরিঘাটের দিকে দ্রুত গতিতে চালিয়ে যাচেছ। গাড়িটিকে সিগনাল দিলে তা অমান্য করে দ্রুত চলে যায় এবং পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং রাতে চট্রগ্রাম মেডিকেলে নেওয়ার পথে আরো একজন মারা যায়।

এ নিয়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে বিজিবি চেকপোস্টে হামলা করে এবং পরে অগ্নিসংযোগ করা হয়। এতে বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার এবাদত হোসেন বাদি হয়ে সরকারি সম্পত্তির ওপর হামালা-অগ্নিসংযোগ করার দায়ে অভিযুক্ত ১৬ জন এবং আরো অজ্ঞাত দেড় হাজারের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় রাশেদকে আটক করা হয়।

শুক্রবার আটকৃত আসামী রাশেদকে রাঙ্গামাটি চালান করা হয় বলে জানা যায়।

Exit mobile version