parbattanews

কাপ্তাইয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষক ও অবহিতকরণ সভা

T COMESION copy

কাপ্তাই প্রতিনিধি:

‘তথ্য চাইলে জনগণ, দিতে হবে বাধ্য প্রশাসন’ এ প্রতিপাদ্যে সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন, বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষন কর্মসূচি ও জনঅবহিতকরণ সভা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

তথ্য অধিকার জানা জনগণের দাবি, এ আইনের মুল কথা হল রাষ্ট্রজনগণের মালিক। সকল তথ্য জানার এবং দেওয়ার সকলের অধিকার আছে। প্রশিক্ষন কর্মসূচিতে কাকে তথ্য দিতে হবে কি ধরনের তথ্য দেওয়া যাবেনা এবং সরকারের তথ্য নিয়ে অবহিতকরণ সভায় বিভাগীয় প্রধান কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রধান, এনজিও, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, ইউপি সদস্যগণদের নিয়ে বিকাল ৫টা পযন্ত কর্মসূচি ও আবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, তথ্য কমিশন বাংলাদেশ প্রফেসর ড. খুরশীদা সাঈদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, এএসপি সার্কেল আসলাম ইকবাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তংচঙ্গ্যাস, ওসি রঞ্জন কুমার সামন্তসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

Exit mobile version