কাপ্তাইয়ে দুর্গম পাহাড়ি পল্লীতে হাঁড় কাঁপানো শীত, সুর্যের দেখা মিলেনা


রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে হাঁড় কাঁপানো শীতের তীব্রতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অনেক বেলা হলেও সুর্যের কোন দেখা মিলেনা। এদিকে প্রচন্ড শীতের প্রকোপে ঠান্ডাজনিত কারণে শিশুদের সর্দি, কাশি এবং বয়োবৃদ্ধরা হাঁপানিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
পাহাড়ি পল্লী হতে নারী-পুরুষরা প্রতিদিন কাপ্তাইয়ের স্থানীয় হাট-বাজারে শিশু, বৃদ্ধ ও পরিবারের জন্য শীতবস্ত্র ক্রয় করতে দেখা যায়।
দুর্গম পাহাড়ি এলাকার নারী মংসি মারমা বলেন, কখন যে বেলা উঠে তা বলা যায় না। পাহাড়ি পল্লীতে প্রচন্ড শীত পড়ছে বলে জানান।
এদিকে পাহাড়ি পল্লীর ভাঙ্গামুরা এলাকার ৪নং ইউপি মারমা নবীন কুমার ও সুইপ্রু মারমা বলেন, দিনদিন এলাকায় প্রচন্ড প্রকোপ বাড়ছে। তারা পাহাড়ের খড়, কুটা ও লাকড়ী জ্বালিয়ে শীত নিবরণ করছেন। এসকল দুস্থ, অসহায় পাহাড়ি পল্লীর লোকদের বিভিন্ন এনজিওসহ সরকারি/বেসরকারি লোকদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান।