parbattanews

কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবেলায় ইউএনও’র লিফলেট বিতরণ

কাপ্তাই প্রতিনিধি:

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ এপ্রিল) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী নামক জনগণের মধ্যে পাহাড় ধ্বস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সচেতন বিষয়ে সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি বজ্রপাতসহ যেকোন দুর্যোগ দেখা দিলে ১০৯০ তে কল করার জন্য আহবান জানান।

এছাড়া পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করা থেকে বিরত থাকাসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন থাকার আহবান জানান।

এসময় কাপ্তাই ইউপি চেয়ারম্যানর প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই নতুন বাজার সমিতির সভাপতি সাগর চক্রবত্তী, উপজেলা স্কাউট সম্পাদক মাহাবুব হাসান, কাজী মাকসুদুর রহমান বাবুলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version